খোন্দকারপাড়া একাডেমি মাদ্রাসা দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৭ অপরাহ্ন   |   সারাদেশ

খোন্দকারপাড়া একাডেমি মাদ্রাসা দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন


 

নুরুল করিম (মহেশখালী) :

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের পরিচালনা কমিটির গণ্যমান্য ব্যক্তি ও স্থানীরা ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল-কোরআন একাডেমি সংলগ্ন দাখিল মাদ্রাসা’র দ্বিতল ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

২৩ শে সেপ্টেম্বর সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন খোন্দকারপাড়া আল কোরআন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মাস্টার রমজান আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন.. সেক্রেটারি নুরুল কাদের (ইউপি সচিব), সহ-সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কলেজের ইংরেজি প্রভাষক সালাহ উদ্দিন আহমেদ, অত্র একাডেমির সুপার মাওলানা ছিদ্দিক নুরী, সমাজসেবক শাহাদত হোসেন, খোন্দকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রটারী গোলাম মাওলা, সদস্য জসিম উদ্দিন কোম্পানি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ্ আলম কুতুবী, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ খালেদ, মাস্টার কামাল হোসেন জিকু, মাওলানা কাইছার’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


পরে, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খোন্দকার পাড়া জামে মসজিদের খতিব মুফতি তারেক আজিজ,

ডক্টর' কাজী দ্বীন মুহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অত্র মাদ্রাসা উন্নয়ন'সহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


উল্লেখ্য- গত ২৯ মার্চ (বুধবার) সকালে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

সারাদেশ এর আরও খবর: